যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই পিআর নির্বাচনের দাবি তুলছেন : সালাহউদ্দিন
জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য যারা প্রার্থী হচ্ছেন এবং যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।
এনসিপির নেতাদের উদ্দেশ্য করে সালাহউদ্দিন বলেন, ‘যতক্ষণ না মৌলিক সংস্কার এবং বিচার হয়, ততক্ষণ নির্বাচন হবে না। তারা বলে, বর্তমান নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবেন না, পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবেন না। আমাদের কী করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেওয়া দরকার, শুধু করব না বললেই হবে না। আমরা যখন সংস্কারের কথা বলছি, বিচার করতে বলছি, তখন কেউ কেউ বলছে আমরা সংস্কার চাই না, বিচার বিলম্বিত করতে চাই। যারা নির্বাচন নিয়ে শুধু নির্বাচন করতে চাই, তাদের বক্তব্য এই।’
তিনি আরও বলেন, ‘যারা পিআর নির্বাচনের কথা বলছে, ঠিক তাদের মধ্য থেকেই এই বয়ান আসে। তারা অনুমানভিত্তিক বক্তব্য দিচ্ছে, বলছে বাংলাদেশিরা আনুপাতিক নির্বাচন চায়। তবে আনুপাতিক নির্বাচন কী তা কেউ জানেন?’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ মুজিব ও শেখ হাসিনা চেতনার কথা বলতেন। সেই চেতনা নিয়ে কেউ আপোষ করবে না, বিক্রি করবে না। জুলাইয়ের আন্দোলনে শুধু আপনারা নন, বিএনপির নেতাকর্মীদের অবদানও স্মরণ রাখতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য যোগ করেন, ‘আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় কথা বলছেন, কিন্তু সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে চলে যান।’
তিনি বলেন, ‘সংস্কার ও বিচারের নামে প্রতারণা করে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন কখনো পূরণ হবে না। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করান। গণতন্ত্র রক্ষায় প্রয়োজন হলে আবারো সংগ্রামের প্রস্তুতি থাকবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta