বিএনপির নাম শুনলেই নির্বাচন পেছানোর সাহস কারোর নেই : গয়েশ্বর
বিএনপি যখন আন্দোলনে নামে, তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সাহস কারো থাকে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বিএনপি সংস্কারের পক্ষপাতী, কিন্তু যদি জনগণের ভোটাধিকার অযথা হরণ করা হয়, তাহলে নেতাকর্মীরা নিশ্চুপ থাকবেন না।’
শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। যারা নির্বাচনে ষড়যন্ত্র করছেন, তারা যদি আসেন বিএনপির বিরুদ্ধে তিনশ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে ষড়যন্ত্র করে কেউ লাভবান হবে না, বিএনপি যদি মাঠে নামে, তাহলে নির্বাচন পেছানোর সাহস কারো থাকবে না।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নির্বাচনে প্রার্থী হবেন এবং তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যালঘু হারে নির্বাচন চায়।’
তিনি বলেন, ‘সংস্কার ও বিচারের নামে সময়ক্ষেপণ করে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন কখনই পূরণ হবে না। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিন। গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও সংগ্রাম চলবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta