বিশেষ বিমানবাহিনী বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের উদ্দেশ্যে নিয়ে এলো ভারত
ভারতের গুজরাটের ভাদোদরা এলাকা থেকে প্রায় ২০০ জনকে দেশটির বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে। গত বৃহস্পতিবার এই ব্যক্তিদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হবে।
গুজরাট পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই মানুষদের ‘নিঃসন্দেহে বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বৈধ কাগজপত্রবিহীন বলেও দাবি করেছেন তিনি।
তিনি আরও বলেন, ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে করে তাদের নিয়ে যাওয়া হয়। প্রথমে ভাদোদরার বিমানঘাঁটিতে কড়া নিরাপত্তায় তাদের জড়ো করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, এই মানুষদের পরবর্তীতে উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গে স্থানান্তর করা হবে।
তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে গুজরাটে অভিযান চালিয়ে এই লোকদের আটক করা হয় এবং একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়। তখন থেকেই তাদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশিত: | By Symul Kabir Pranta