ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে চলতে হবে: আমিনুল
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, "আমাদের উদ্দেশ্য একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শহীদদের ত্যাগ আমাদের প্রেরণার উৎস। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলতে হবে।"
শনিবার (৫ জুলাই) বিকেলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে ‘জুলাই অভ্যুত্থানে শহীদ’ স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, "গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করছি। এই সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্ট মাসে একাধিক নেতা-কর্মী শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা ও শোক জানাই।"
তিনি আরও বলেন, "আমরা শহীদদের স্মৃতিকে চিরকাল ধরে রাখব। তাদের আত্মত্যাগের ফলেই স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছে। বিএনপি ও তারেক রহমান সবসময় শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।"
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "চলুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করি।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন এবং ‘আমরা বিএনপি পরিবারে’র আতিকুর ইসলাম রুমন প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta