শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রকেও দুষিত করেছেন: হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকেও নষ্ট করেছেন। তিনি আরও বলেন, জনগণ যদি বিএনপিকে সুযোগ দেয়, তাহলে তারা ক্রীড়াঙ্গনে জনসাধারণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
শনিবার (৫ জুলাই) বিকেলে ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির গৌরব। বিশ্বের কম সংখ্যক সংগ্রামে তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার শাসনামল ছিল অত্যন্ত নিষ্ঠুর। এই দমননীতি যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়।
শেখ হাসিনার শাসনামলকে তিনি ভয়ঙ্কর বললেন এবং বলেন, চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, ইলিয়াস আলী এখন কোথায়? তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, যার খবর জানতে হবে শেখ হাসিনার। তার শাসনকালে নৈরাজ্য ও ভয়াবহ অবস্থা ছিল। অনেককে তুলে নিয়ে গিয়ে প্রথমে সেখানেই নির্মমভাবে পেটানো হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে প্রকাশিত তথ্য পড়লে রক্ত জমাট বাঁধে এবং লোম উঠে যায়।
২৪ জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ধানমন্ডি মাঠে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ফুটবলার কায়সার হামিদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta