আর কত জীবন দিবে এ দেশের মানুষ, প্রশ্ন নজরুল ইসলামের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের জনগণ ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করেছে, স্বায়ত্তশাসন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ৯০ এর ছাত্র আন্দোলন এবং ২৪ জুলাই-আগস্টের আন্দোলনসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে বহু জীবন হারিয়েছে। এত ত্যাগের পরেও আজও অসঙ্গতি নিয়ে আলোচনা হতে থাকলে, এর কারণ কী?
তিনি আরও বলেন, আর কত জীবন এই দেশের মানুষ দিবে, কত দীর্ঘ লড়াই করতে হবে? মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে যায়, এরপর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যায়, ধীরে ধীরে উন্নতি লাভ করে। কিন্তু মাঝেমাঝে আমরা সাপ-লুডুর মত বারবার এগিয়ে গিয়ে আবার নিচে নেমে আসি। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশে শ্রম আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে, কিন্তু বর্তমানে শ্রমিকদের ২০ থেকে ২৫ শতাংশও নিয়োগপত্র পায় না। তাদের গ্রাচ্যুইটি, সুবিধা কোনোটাই দেওয়া হয় না, যা আইনে উল্লেখ করা আছে। যারা শ্রমিকদের কম মজুরি দেয়, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণের পদ্ধতি নেই।
তিনি বলেন, আমাদের দেশে নারী, শিশু, যুবক এবং শ্রমিকদের জন্য আইন রয়েছে। কিন্তু তারা কি সেই আইন সম্পর্কে সচেতন? তারা কি জানে এবং আইনের সুফল উপভোগ করতে পারে? রাজনৈতিক দলের নেতাদের উচিত সাধারণ মানুষকে আইন সম্পর্কে শিক্ষা দেওয়া, যাতে তারা সঠিক সুবিধা পেতে পারে। যদি তা না হয়, তবে সাধারণ মানুষ একই দুর্দশায় আটকে থাকবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta