জীবনের কঠিন মুহূর্তেও পেশাদারিত্বে অটল তামান্না
বিশ্বের ১২৫টি শহরের মধ্যে রবিবার বায়ুদূষণে শীর্ষ চারটি শহর চীনে অবস্থিত। দূষণের দিক দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম স্থানে রয়েছে। এদিন ঢাকার বাতাসের মান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৭৯ স্কোরে 'অস্বাস্থ্যকর' শ্রেণিতে পড়ে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে প্রায় পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এসব তথ্য পাওয়া যায়। এদিন দূষণের দিক থেকে চীনের গুয়াংজু (২৯৬), চংকিং (১৯৫), শেনজেন (১৮৭) এবং চেংদু (১৮০) শীর্ষে রয়েছে। এর মধ্যে গুয়াংজু শহরের বাতাস 'খুবই অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে, বাকি শহরগুলোর বাতাস 'অস্বাস্থ্যকর'।
ঢাকার বাতাসে সবচেয়ে বেশি দূষিত উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সীমার চেয়ে প্রায় ২০ গুণ বেশি ছিল।
আইকিউএয়ার প্রতিষ্ঠানটি একটি শহরের বাতাসের মানের লাইভ সূচক প্রদান করে। তাদের পরিমাপ অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে হলে বাতাসকে ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে এটি মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত এটি 'অস্বাস্থ্যকর' হিসেবেই দেখা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে 'খুবই অস্বাস্থ্যকর' বলে গণ্য করা হয়, আর ৩০১ এর বেশি স্কোর থাকলে তা দুর্যোগপূর্ণ বাতাস হিসেবে বিবেচিত হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta