ছোট হচ্ছে বিমান বাহিনী
ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় বিমানের বহর সংকুচিত হচ্ছে। আগামী হজ মৌসুমে যাত্রী পরিবহন এবং মেয়াদ উত্তীর্ণ উড়োজাহাজের ঘাটতি পূরণের জন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুটি নতুন উড়োজাহাজ ভাড়ার জন্য উদ্যোগ নেয়। কিন্তু তিনবার দরপত্র আহ্বান করেও সাড়া মেলেনি। এর পরিপ্রেক্ষিতে চতুর্থ দফায় আবারও দরপত্র আহ্বান করা হয়েছে। তবে কাঙ্ক্ষিত উড়োজাহাজ না পাওয়া গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় সমস্যা হতে পারে।
সূত্র জানায়, বর্তমানে বিমানের বহরে দুটি ভাড়া করা বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে, যেগুলোর চুক্তির মেয়াদ চলতি বছরে শেষ হবে। পূর্ববর্তী সরকারের আমলে ১০টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরিবর্তে দুটি উড়োজাহাজ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় বোয়িং ৭৩৭-৮ মডেলের দুটি উড়োজাহাজ ভাড়ার জন্য দরপত্র আহ্বান করা হয়।
উল্লেখযোগ্য যে, বিমানের দরপত্রে উড়োজাহাজ দুটি ৬ বছরের জন্য লিজ নেওয়ার কথা বলা হয়েছিল এবং প্রথমটি ১ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ১ এপ্রিলের মধ্যে বিমানের বহরে যুক্ত করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও উড়োজাহাজগুলো বিমানের বহরে যোগ হয়নি। এখন বিমানের বহরে থাকা উড়োজাহাজ দিয়ে ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। কিছু ফ্লাইট এবং রুটে সমন্বয় করা হবে, যার ফলে কিছু রুটে ফ্লাইটের সংখ্যা কমে যেতে পারে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৫টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে বিমান ২৩টি আন্তর্জাতিক এবং ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে, ভাড়ায় আনা উড়োজাহাজ দুটি চলে গেলে, বিমানের বহরের সংখ্যা ১৯-এ নেমে আসবে, যা ফ্লাইট পরিচালনায় কিছুটা সমস্যা তৈরি করতে পারে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান জানান, গত কয়েক মাসে একাধিকবার উড়োজাহাজ ভাড়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। তবে তিন দফায় তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। শেষবার ৭ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়েছে এবং জমা দেওয়া দরপত্রের মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে উড়োজাহাজ ভাড়া নেওয়া হবে। কিন্তু যদি এবারও উড়োজাহাজ পাওয়া না যায়, তবে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta