সংস্কার অব্যাহত থাকবে, নির্বাচন হবে নির্ধারিত সময়ে : তারেক রহমান
‘সংস্কার চলতেই থাকবে, নির্বাচন হবে নির্দিষ্ট সময়ে’ এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সংস্কার কোনো সীমিত বিষয় নয়। এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া এবং চলতে থাকবে। তবে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।’
রবিবার রাতে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা ও নাগরিক ধারণা’ শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যারা জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পর করার কথা বলছেন, তারাই এখন প্রার্থী ঘোষণা করছে এমন মন্তব্য করেন তারেক রহমান। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আমি একটি প্রশ্ন রাখতে চাই, যারা বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন, তাদের কাছে কি আমরা দেখতে পাচ্ছি? তারা মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করছে, বিএনপি তেমন কিছু করছে না।’
এখন যারা আগে সংস্কার চাইছেন, তাদের মধ্যে কতজন স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন, সে প্রশ্নও তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘বড় বড় জায়গায় বসে, শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে, দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছেন। আজ যারা সংস্কারের কথা বলছেন, তারা তো সরকারের সুবিধা পাচ্ছেন, গাড়ি, বেতন, ভাতা পাচ্ছেন, তারপর তারা বসে সংস্কারের কথা বলছেন।’
তারেক রহমান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশজুড়ে হাজার হাজার নেতা-কর্মী যখন কারাগারে, লাখ লাখ নেতাকর্মী বিরুদ্ধে মামলা এবং হয়রানির শিকার হচ্ছেন, সেই সময় বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো দেখি, অনেক রাজনৈতিক দল আছে, কারও নাম বলব না, তাদের বিভিন্ন সদস্যদের সম্পর্কে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু কেউ কি দেখেছে যে তারা অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? তারা তাদের সদস্যদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।’
বিএনপির লক্ষ্য দেশের মানুষের জীবনমান পরিবর্তন করা, এমন কথা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমার লক্ষ্য এই দেশের জন্য কিছু ভালো কাজ করা। তবে দল একা কিছু করতে পারবে না। আপনাদের সাহায্য ছাড়া এটি সম্ভব নয়। কাজেই আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা বাস্তবায়ন করতে পারবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta