মানিক মিয়ায় ড্রোন শো’তে ফুটে উঠল জুলাই গণঅভ্যুত্থানের দৃশ্য
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ড্রোন শো’তে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরা হয়। এতে শহিদ আবু সাঈদের বাহু প্রশস্ত করে দাঁড়ানোর দৃশ্যের পাশাপাশি মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের প্রতীকী দৃশ্যও ছিল।
সোমবার পহেলা বৈশাখের উদযাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো’তে বিশাল সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশের সরকারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে এই ড্রোন শো আয়োজন করা হয়।
এর আগে, গত রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবন এলাকায় একটি পরীক্ষামূলক ড্রোন শো অনুষ্ঠিত হয়েছিল। পরে সেই রাতেই সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শো’র কিছু ছবি শেয়ার করেন।
এদিকে, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’র নিরাপত্তা ব্যবস্থা ছিল ব্যাপক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকের নিরাপত্তা প্রহরীও ছিল সেখানে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে র্যাব দু’দিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকের নিরাপত্তা, ড্রোন এবং সিসি ক্যামেরা ব্যবহার করে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta