পাওনা টাকা চাওয়ার ঘটনায় ৫জনকে পিটিয়ে আহত, ১জন গ্রেফতার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাইলে পিতাসহ এক পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এদের মধ্যে বাবার অবস্থা বেশি গুরুতর। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিমরাইল গ্রামের প্রয়াত আঃ জব্বাবের ছেলে মো. মতিউর রহমান (৫৫), তার ছেলে রাজু মিয়া (২৭), রিয়াদ হোসেন (১৬), মো. সজিব মিয়া (৩২), রমজান আলী (২৬)। আহতদের মধ্যে মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গুরুতর আহত রাজু মিয়া এবং তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত রাজু মিয়া জানান, সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়ায় সে তার সহযোগীদের নিয়ে প্রথমে আমার ভাই রমজান আলীর ওপর হামলা চালায়। রমজান আলীর চিৎকার শুনে আমার বাবা মতিউর রহমান এবং আমরা তিন ভাই ছুটে গেলে, প্রতিপক্ষরা আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমরা চার ভাই এবং বাবা গুরুতর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনার পর রাতেই রমজান আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার রাতেই অভিযানে নেমে মামলার এজাহারভুক্ত আসামি ইমন মিয়া (২২) গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং রাতেই অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta