তামান্না-বিজয়ের বিচ্ছেদে সম্পর্কিত চিরঞ্জীবীর নাম!
দুই বছর একসঙ্গে থাকার পর তামান্না ভাটিয়া ও বিজয় বার্মার সম্পর্কের অবসান ঘটেছে। বিচ্ছেদ নিয়ে যদিও দুজনেই এখনো চুপ আছেন।
তামান্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, বিয়ের বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তামান্না বিয়ের মাধ্যমে স্থিতি চান, তবে বিজয় এখনই প্রস্তুত নন। এর পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, তামান্না ও বিজয়ের বিচ্ছেদের পেছনে হয়তো রয়েছেন একজন তৃতীয় ব্যক্তি।
এই তৃতীয় ব্যক্তি, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী, যার প্রভাবে তামান্না বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন বলে দাবি করা হচ্ছে। তামান্না ও তার পরিবার চিরঞ্জীবীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি, কিছু ক্ষেত্রে চিরঞ্জীবীকে তিনি নিজের অভিভাবকের ভূমিকা দিয়েছেন। দক্ষিণী অভিনেতাই নাকি তাকে পরামর্শ দিয়েছিলেন, বিচ্ছেদের খবর জানানোর ব্যাপারে।
এছাড়াও শোনা যাচ্ছে, তামান্নার বাবা এই সম্পর্কের পক্ষে ছিলেন না। তবে বিচ্ছেদ ঘটার সঠিক কারণ নিয়ে এখনও কিছু বলেননি তামান্না ও বিজয়।
‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়। ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যের মাধ্যমে তাদের রসায়ন দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের পাশে তারা উপস্থিত হতেন, তাদের সম্পর্কের বাস্তব রসায়নও অনুরাগীদের মুগ্ধ করেছিল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta