ওয়াকফ আইনকে প্রশ্নবিদ্ধ করে সুপ্রিম কোর্টে জয়
ভারতে সদ্য পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। একইসঙ্গে ভারতের শীর্ষ আদালতে আইনটি বাতিল করার জন্য একাধিক পিটিশন জমা পড়েছে। এ পরিস্থিতিতে, তামিলনাড়ুর রাজনৈতিক নেতা ও চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নরেন্দ্র মোদি সরকারের নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন তামিলনাডুর কাজগাম পার্টির নেতা ও তারকা অভিনেতা বিজয়। ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং নতুন আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার বিখ্যাত তারকা থালাপতি বিজয় আগেই জানিয়েছিলেন, নতুন ওয়াকফ আইন গণতন্ত্রবিরোধী এবং বিজেপির বিরুদ্ধে মুসলিম-বিরোধী রাজনীতি চালানোর অভিযোগ তুলেছিলেন।
এদিকে, ভারতের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে সেগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে। উত্তরপ্রদেশে ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে।
গত বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে এক কোটি স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ। এর আগে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে বিক্ষুব্ধ জনতা হাইওয়ে অবরোধ করে ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ভারতের একমাত্র মুসলিম-গরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে এবং আইনটি বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলোও ঘোষণা করেছে যে, তারা বিতর্কিত এই আইন তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না।
উল্লেখযোগ্য যে, ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে পাশ হওয়ার পর ৫ এপ্রিল রাষ্ট্রপতি এর উপর সম্মতি দেন এবং এটি আইন হিসেবে পরিণত হয়। এখন এই বিলটি ‘অসাংবিধানিক’ বলে বিবেচনা করা হচ্ছে এবং এর বাতিলের দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গ্রুপ সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন।
তথ্য সূত্র- দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশিত: | By Symul Kabir Pranta