স্বামীর প্রতি প্রকাশ্যে ভালোবাসা ব্যক্ত করলেন ঐশ্বরিয়া, এড়ালেন অভিষেক!
ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন, বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। তাদের ব্যক্তিগত জীবন বারবার সংবাদ শিরোনামে উঠে আসে। গত বছর তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল, তবে সেই খবর ছিল একেবারে মিথ্যা, যা প্রমাণ করেছেন তারা নিজেদের মতো। একাধিক অনুষ্ঠানেই তাদের খোশমেজাজে দেখা গেছে। তবে এখন আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এবার একটি ভিডিওর কারণে সমস্যার সূত্রপাত। ঐশ্বরিয়া অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেন।
এই ভিডিওটি পুরনো হলেও সম্প্রতি এটি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ঐশ্বরিয়া সেখানে অভিষেকের প্রশংসা করছেন। এমনকি জুনিয়র বচ্চনের প্রতি তার প্রেমও প্রকাশিত হয়েছে ঐশ্বরিয়ার কথায়। কিন্তু অভিষেক নাকি সম্পূর্ণরূপে তার কথাকে এড়িয়ে গেছেন। তাকে কোনও গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে।
ঐশ্বরিয়া বলেছিলেন, “এটাই আমার প্রথম ভ্রমণ, আমার স্বামীর সঙ্গে। এটা ছিল তার প্রথম বিশ্বভ্রমণ। এই অভিজ্ঞতা আমার জীবনের এক অমূল্য অংশ হয়ে থাকবে, কারণ আমরা একসাথে গিয়েছিলাম। সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল, শ্বশুর-শাশুড়িও আমাদের সাথে ছিলেন।”
ঐশ্বরিয়া যখন অভিষেকের প্রশংসায় ব্যস্ত, তখন অভিষেক নাকি একেবারে নির্বিকার ছিলেন। এক নিন্দুক মন্তব্য করেন, “ঐশ্বরিয়া কত সুন্দর কথা বলছে অভিষেকের জন্য, আর অভিষেকের মুখের অভিব্যক্তি দেখুন। নিজেকে কি রাজা ভাবছেন? ঐশ্বরিয়ার জন্য সত্যিই খারাপ লাগছে।”
আরেক নিন্দুক কটাক্ষ করে মন্তব্য করেন, “দাদা, একটু হাসতেই তো পারেন। মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন কেন? কে বলেছে এমন করতে?”
২০০৭ সালে বিয়ে করেন অভিষেক এবং ঐশ্বরিয়া। এর আগে ‘গুরু’ ছবির শুটিংয়ের সময় তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। ২০১১ সালে তাদের কোলে আসে আরাধ্যা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta