জয়ার কথা শুনে কেন ঐশ্বরিয়ার চোখে পানি পড়েছিল?
শাশুড়ি এবং পুত্রবধূর সম্পর্কের মধ্যে যে অনেক সময় অশান্তি থাকে, এমন কথাই প্রায়শই শোনা যায়। বচ্চন পরিবার নিয়ে এমন কথা বলি পাড়ায় অনেক গুঞ্জন সৃষ্টি করেছে। বলা হচ্ছে, জয়া বচ্চনের সঙ্গে সম্পর্কের কারণে ঐশ্বরিয়া রায় নাকি বচ্চন পরিবার থেকে কিছুটা দূরে রয়েছেন।
এমনকি গত বছর ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। যদিও এই গুঞ্জন সত্যি হয়নি, তবুও তখন বলা হয়েছিল শাশুড়ির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই নাকি অন্যতম কারণ। তবে সত্যি কি ঐশ্বরিয়া এবং জয়া বচ্চনের সম্পর্ক এতটাই খারাপ ছিল?
শুরুতে শাশুড়ি-পুত্রবধূর সম্পর্ক মোটেই খারাপ ছিল না, বরং বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত। এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে জয়া বচ্চন পুত্রবধূর প্রশংসা করছেন। ২০০৭ সালে অনুষ্ঠিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভিডিও এটি। পুরস্কার গ্রহণের সময় জয়া বলেছিলেন, 'এটা আমাকে আগে দেওয়া হয়েছিল, তবে আমি গ্রহণ করিনি। কারণ আমি মনে করেছিলাম, তখন উপযুক্ত সময় ছিল না। তবে আজ আমি অত্যন্ত সুন্দরী এবং ভালো মনের একটি মেয়ের শাশুড়ি হতে যাচ্ছি।'
এখানেই শেষ নয়। ঐশ্বরিয়া সম্পর্কে জয়া আরও বলেছিলেন, 'ওর মধ্যে অনেক মূল্যবোধ রয়েছে। ও জানে নিজের সম্মান কীভাবে বজায় রাখতে হয়। আর ওর হাসি অত্যন্ত সুন্দর।' শাশুড়ির মুখে এমন প্রশংসা শুনে চোখে জল চলে আসে ঐশ্বরিয়ার, তবে মুখে তখনও হাসি ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ায় অনুরাগীরা অবাক হয়ে প্রশ্ন করছেন, কীভাবে এত ভালো সম্পর্কের মধ্যে তিক্ততা এসেছে?
প্রকাশিত: | By Symul Kabir Pranta