যে কারণে দুপুর ১২টা পর্যন্ত দুই মেট্রো স্টেশন বন্ধ থাকবে
বাংলা নববর্ষের উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়।
একটি পোস্টে জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ সফলভাবে উদযাপন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
ফেসবুক পোস্টে আরো উল্লেখ করা হয়, এই অস্থায়ী অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশন দুটি বন্ধ রাখা হবে। দুপুর ১২টার পরে স্টেশনগুলো খুলে দেওয়া হবে এবং যাত্রী ওঠানামা শুরু হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta