২ উইকেটের নাটকীয় জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে তাদের জয় ধারাকে অব্যাহত রেখেছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৬ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটের দারুণ জয় নিশ্চিত করেছে বাংলার বাঘিনীরা। টানা দুই জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল, যা বিশ্বকাপের মূল পর্বে যাত্রা সহজ করে দিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে লরা ডিলানির ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশ লক্ষ্য তাড়ায় নামলে নিগারের ফিফটির পরেও একসময় ম্যাচটি প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। তবে রিতু মনির অসাধারণ ইনিংসে শেষ মুহূর্তে দলকে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেন।
লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফারজানা হক শূন্য রানে ফিরে যান। তৃতীয় বলেই পেন্ডারগেস্টের অফ স্টাম্পের বাইরে করা বলটি খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান। আরেক ওপেনার ইশমা তানজিমও ব্যর্থ হন, ১৫ বলে ২ রান করে তিনি আউট হন। এতে ২ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে যায়। তবে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি মিলে দলকে কিছুটা সামাল দেন, কিন্তু শারমিন ২৪ রান করে ফিরে যান।
একের পর এক উইকেট হারানোর পরও ম্যাচে টিকে ছিলেন জ্যোতি, যিনি দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৭ রান করে সোবহানা মুস্তারি ফিরে যাওয়ার পর দ্রুতই জ্যোতি ৫১ রান করে আউট হন। তার বিদায়ের পর রিতু মনির চমৎকার ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রাখেন। ৬১ বলে ৬৭ রান করে তিনি দলের জয় নিশ্চিত করেন, তাকে শেষ দিকে নাহিদা আক্তার ১৭ বলে ১৮ রান করে সমর্থন দেন।
এর আগে, বাংলাদেশ বোলিংয়ে ভালো শুরু পায়। দলীয় ৬ রানেই সারা রান আউট হয়ে ফেরেন। এরপর লুইস ও অ্যামি হান্টার মিলে ৫০ রান যোগ করে দ্বিতীয় উইকেটের জুটি গড়েন। তবে হান্টার ৩৮ বলে ৩৩ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। এরপর পেন্ডারগেস্ট ও লরা ডিলানি গড়ে তোলেন ৭২ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি। ডেলানি ৭৫ বলে ৬৩ রান করে আউট হন।
শেষ দিকে আইরিশদের লোয়ার অর্ডার ছোট ছোট জুটি গড়ে দলীয় রান ২৩৫ পর্যন্ত নিয়ে যায়। বাংলাদেশ বোলিংয়ে রাবেয়া ৩টি, ফাহিমা ২টি এবং জান্নাতুল ১টি উইকেট নেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta