প্রেমিকার সঙ্গে হাত ধরে ম্যাকাও উৎসবে আমিরের উপস্থিতি
গত বছরের পর থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিজের জন্মদিনে আমির খান তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। তবে এবার তারা স্বেচ্ছায় হাতে হাত রেখে ক্যামেরার সামনে এসেছেন।
বর্তমানে প্রেমের আবেশে মগ্ন আমির এবার চীনে একটি অনুষ্ঠানে গৌরীকে সঙ্গে নিয়ে হাজির হন। গত শনিবার ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন তারা। ওই অনুষ্ঠানে আমিরের এক ভক্ত এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, আমির কালো শাল পরিধান করেছেন। গৌরীকে শাড়ি পরতে দেখা গেছে। তারা একসঙ্গে হাঁটছিলেন এবং এক সময় আমির গৌরীর হাত ধরে দাঁড়িয়ে যান। হাসিমুখে চীনের অভিনেতা শেং টেং এবং মা লি-র সঙ্গে ছবি তোলেন তারা।
গৌরী বেঙ্গালুরু থেকে আসা এক সন্তান সম্ভবা মহিলা। আমির খান এবং গৌরীর বন্ধুত্ব দীর্ঘ ২৫ বছরের। যদিও কিছুদিন একে অপরের সঙ্গে যোগাযোগ ছিল না। রীনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আবারো যোগাযোগ শুরু হয় এবং প্রায় এক বছর আগে তাদের মধ্যে সম্পর্কের সূচনা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta