শিল্পীদের রাজনীতিতে যোগদান নিয়ে এবার কথা বললেন জেমস
ঝাকড়া চুল এবং বাবরি দোলানো গানের সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস, যাকে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার হিসেবে পরিচিত। তার অনুরাগীরা ভালোবেসে তাকে ‘গুরু’ বলেও সম্বোধন করেন। উপমহাদেশের নানা প্রান্তে তার অসংখ্য ভক্ত রয়েছে।
ক্যারিয়ারে তিনি বাংলা এবং হিন্দি সিনেমার গানসহ আটটি একক অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ‘ভিগি ভিগি’, ‘কবিতা…’, ‘ছেলে আমার বড় হবে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তাকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব সম্পর্কে প্রশ্ন করা হয়। সরল উত্তর দিয়ে তিনি বলেন, “এটা আসেই, জীবনে অনেকবার এসেছে।”
পরবর্তীতে তার জীবনদর্শন নিয়ে প্রশ্ন করা হলে জেমস বলেন, “আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতির বিষয়ে সচেতন হতে পারেন, তবে তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়। যদি রাজনীতি করতেই হয়, তাহলে সব কিছু ছেড়ে ফুলটাইম রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে।”
অসংখ্য জনপ্রিয় গান উপহার দিলেও তিনি দীর্ঘদিন নতুন গানের অপ্রতুলতা অনুভব করছেন। এ বিষয়ে তিনি বলেন, “নতুন গান নিয়ে ভাবছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করেই দেখা যাবে নতুন গান চলে এসেছে, তারপর থেকে গান আসতেই থাকবে।”
বর্তমান সময়ে তার ব্যস্ততার বিষয়ে তিনি বলেন, “দেশে এবং দেশের বাইরে অনেক আয়োজন রয়েছে। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম ও জেদ্দায় গান গাইতে যাব। সেখানে ২ ও ৯ মে গান শোনাবো। এরপর দীর্ঘ সফরের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta