ভোলার চরফ্যাশনের মসজিদে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার
ভোলার চরফ্যাশন খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত যুবক তালহা (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তালহা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ওই মসজিদে নিয়ে যায়। রোববার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান সাংবাদিকদের বিষয়টি জানান। গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।
শনিবার রাতে অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন।
আছাদুজ্জামান বলেন, ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানোর জন্য এবং মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ১০ বছরের শিশুটিকে খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে বলাৎকার করা হয়। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য ব্যবহার করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাটি স্বীকার করেছে। ঘটনার উদ্দেশ্য বা অন্য কারো সম্পৃক্ততা সম্পর্কে আরও তদন্ত করা হবে।
সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটি গত ১৪ মার্চ তারাবির নামাজের পর ঘটে। শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta