বকেয়া বেতনের জন্য গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এই ঘটনায় ১০-১২টি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মীম গার্মেন্টসের শ্রমিকরা প্রতিবাদে নামেন। তারা প্রায় ২০ মিনিট মহাসড়ক বন্ধ রাখেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বকেয়া বেতনের দাবিতে মীম গার্মেন্টসের শ্রমিকরা ভোগড়া এলাকায় বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দেন। এ সময় তারা আশপাশের কিছু কারখানায় ঢিল ছুড়ে এবং ভাঙচুরের চেষ্টা করেন, অন্য শ্রমিকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানিয়েছেন, শ্রমিকরা বেতন দাবি করেই বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta