রাজধানীতে হিজবুত তাহরীরের এক সক্রিয় সদস্য আটক
ঢাকার রাজধানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের উগ্রবাদী চিন্তা ছড়ানো এবং সংগঠনের একজন সদস্য মোনায়েম হায়দার (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, মোনায়েম হায়দার বিভিন্ন নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া পেজ খুলে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করছিল এবং গোপনে সংগঠনটি সক্রিয় করার কাজও চালিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং একটি ভুয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে। ৭ মার্চ পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের আগে ও পরে অনলাইনে সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের যোগাযোগ করার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta