৪ দিনের রিমান্ডে শাজাহান খান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা থানার রফিকুল হত্যার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফরুকী।
অন্যদিকে, আসামির আইনজীবী মিজানুর রহমান বাদল রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই দুপুর ১টার দিকে বাড্ডা থানাধীন বিসমিল্লাহ আবাসিক হোটেলের সামনে আন্দোলন করছিলেন মো. রফিকুল ইসলাম (৩৭)। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৭ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মামা মুহাম্মদ লুৎফর রহমান শেখ হাসিনাসহ ৩৭ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta