ঈদযাত্রার ট্রেনের টিকিট: আজ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে চতুর্থ দিনের মতো। আজ সোমবার বিক্রি হচ্ছে ২৭ মার্চের যাত্রার টিকিট।
সকাল ৮টা থেকে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। বর্তমানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এরপর বেলা ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।
এই বছরও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা থেকে ঈদযাত্রায় ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের যাত্রার টিকিট ১৬ মার্চ বিক্রি করা হয়। ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি হবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
এছাড়া, যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একবারে চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta