তাহিরপুরে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ পরিদর্শনে কৃষকদল নেতা
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়ায় চার দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে।
রোববার রাতে মহাযজ্ঞ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সঙ্গে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহোৎসব আয়োজক কমিটির উপদেষ্টা রণধীর পাল বেনু, সদস্য সুরেন্দ্র দাশ, দুলাল কান্তি পাল, সুজন পাল, মেধা-কুঞ্জ মডেল বিদ্যানিকেতনের পরিচালক আফজাল হোসেন ইমন, প্রধান শিক্ষক অরুপ কান্তি দাশ, শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি খলিল তালুকদার, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta