দায়িত্বরত পুলিশকে অশালীন আচরণ, যুবদল নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জে ট্র্যাফিক পুলিশকে চাকরিচ্যুত করার হুমকি এবং মারধরের চেষ্টা করার অভিযোগে ফ্রান্স যুবদল শাখার সভাপতি ফজলুল করিম শামীম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহিদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দিন বিকেলে শহরের ওই এলাকায় ট্র্যাফিক পুলিশ কনস্টেবল শাহীন কর্তব্যরত ছিলেন। ফজলুল করিম শামীম নিজেকে যুবদল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্র্যাফিক পুলিশ শাহীন তাকে সড়কের নিয়ম মেনে চলার অনুরোধ করলে শামীম ক্ষিপ্ত হয়ে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেন।
এ সময় আশপাশের দোকানদার ও পথচারীরা ঘটনাটি দেখলেও শামীম পুলিশ সদস্যকে প্রকাশ্যে হুমকি দিতে থাকেন। কিছু সময় পরে ট্র্যাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন।
পরে শামীম তার মোবাইল ফোনে কিছু লোককে ঘটনাস্থলে ডেকে পাঠান, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে শামীমের আক্রমণাত্মক আচরণে ট্র্যাফিক পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন বলেন, 'ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা যুবদলের সভাপতি। ঘটনা ইফতারির সময় ঘটেছে, তখন সবাই ইফতারে ব্যস্ত ছিলেন। আমরা দলীয়ভাবে বিষয়টি তদন্ত করছি। প্রশাসনের সহযোগিতার অভাব ও দলের ইমেজ ক্ষুণ্ন করার প্রচেষ্টা থাকলেও আমরা প্রতিবাদ জানাবো।'
মানিকগঞ্জ ট্র্যাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ বলেন, 'শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য শহিদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। শামীম বিকেলে ওই সড়কে রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্র্যাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশকে হুমকি দেন এবং তার কাজে বাধা দেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।'
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ্ বলেন, 'ট্র্যাফিক পুলিশের সাথে খারাপ আচরণের অভিযোগে শামীমকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta