যশোরে সংঘবদ্ধ ধর্ষণ চক্রের চারজন আটক, দু’জন ছাত্রদল নেতা 포함
যশোরের ঝিকরগাছা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৯ বছরের এক নারী। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিকরগাছার পটুয়াপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে চার ধর্ষককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দু’জন ছাত্রদল নেতা রয়েছেন।
আটককৃতরা হলেন গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি(২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।
স্থানীয়দের মতে, আব্দুল্লাহ আল মামুন বাপ্পি গদখালী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত দপ্তর সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, ওই নারী বেনাপোল খালাবাড়ি থেকে বাসে করে গদখালী বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে এসে সেখানে থেকে চার যুবক তাকে উঠিয়ে পটুয়াপাড়ার একটি লিচু বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
ঘটনার পর ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চার যুবককে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় আটক দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta