বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি কেমন হলো?
বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পন্সর পেয়েছে। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ নতুন স্পন্সর হিসেবে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশ তাদের অ্যাওয়ে ম্যাচে এই নতুন জার্সি পরবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি তাবিথ আউয়ালের নেতৃত্বে চার মাসের মধ্যে প্রথমবারের মতো নারী ও পুরুষ, সিনিয়র-জুনিয়র ফুটবল দলের জন্য কিট স্পন্সর নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষরের পর প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে ‘দৌড়’ এবং এর মূল্য ১৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাফুফে জানিয়েছে, এই জার্সির ডিজাইন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে। এতে দেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং শাপলা ফুল সংযুক্ত করা হয়েছে যা প্রতীকী ও অর্থবহ।
জার্সির মাঝখানে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে এবং লাল রঙের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে প্রতীকীভাবে তুলে ধরে। জার্সির হাতার উপর শাপলা এবং হিরার মোটিফ খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা এবং মূল্যবোধের প্রতীক। প্যাটার্নটি আধুনিক নান্দনিকতা এবং খেলোয়াড়দের শক্তি ও দৃঢ়সংকল্পের প্রতীক হিসেবে কাজ করে।
ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি জানিয়েছেন, পদ্মা, মেঘনা, যমুনা নদী এবং বাংলাদেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নকশাটি তৈরি হয়েছে। বুকের বাঁ পাশের বাফুফের লোগো এবং ডান পাশের ‘দৌড়’ ব্র্যান্ডের লোগো স্থাপন করা হয়েছে। নদী অববাহিকাকে ‘ভি’ আকৃতিতে উপস্থাপন করা হয়েছে, যা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করা যায়।
এই নতুন জার্সিটি বাংলাদেশ ফুটবল দলের ঐতিহ্য, দেশপ্রেম এবং খেলোয়াড়দের অবিচল চেতনার শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। অ্যাওয়ে জার্সিটি অফিসিয়ালি কেনা যাবে এই ঠিকানায়।
আগামী ২৫ মার্চ ভারত সফরে বাংলাদেশ ফুটবল দলের এশিয়ান কাপ বাছাই ম্যাচ রয়েছে। সেসময় জামাল ও হামজা চৌধুরীসহ ফুটবলাররা এই নতুন অ্যাওয়ে জার্সি পরতে পারেন।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta