গাজীপুরে ট্রাকের নিচে চাপা পড়ে একজন এনজিও কর্মকর্তা নিহত
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার বাঘের বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শ্রী সুমন কুমার সূত্রধর (৩৫)। তিনি পাবনা জেলার জগন্নাথপুর উপজেলার হাটুরিয়া বেড়ামাড়া এলাকার শ্রী জীবন চন্দ্র সূত্রধরের পুত্র। পল্লি মঙ্গল এনজিওর বাঘের বাজার শাখায় কর্মরত ছিলেন।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, সুমন কুমার মোটরসাইকেলে মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহমদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta