মোহাম্মদ আলীতে হামলার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন যুবদল নেতা
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে গণ ইফতারে হামলার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন শর্শদী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী সহকারী গোলাম সরোয়ার ভূঞা।
গতকাল রবিবার দুপুরে মোহাম্মদ আলী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের দিন (শনিবার) স্থানীয় যুবসমাজের উদ্যোগে আমাদের ইফতার মাহফিলের প্রস্তুতি চলছিল। সে সময় কিছু লোক সেখানে এসে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয়রা প্রতিহত করে। তিনি বলেন, কাজী আফতাবুল ইসলাম হৃদয়, ইমন ও মেহেদীর নেতৃত্বে একটি গোষ্ঠী এলাকায় সক্রিয়, যারা ছাত্রলীগ ও যুবলীগের সাথে যুক্ত। তারা পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী বাজারে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে ইফতার আয়োজন করেছিল। মূলত, আমি তাদের ওপর হামলা চালাইনি, বরং হাতাহাতির এক পর্যায়ে আমার লোকজনকে সেখান থেকে সরিয়ে নিই। তারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে বাজারের শান্তি বিনষ্টের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বাজার কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বলেন, ছাত্ররা বাজারের সব দোকানদারকে গণ ইফতারের আমন্ত্রণ জানায়। তবে তারা ঈদগাহে ইফতার করবে, এ ব্যাপারে কারো সাথে আলোচনা করেনি, এমনকি কমিটির সাথেও কোনো কথা বলেনি।
উল্লেখ্য: স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বাজার কমিটির অনুমতি ছাড়া শনিবার সন্ধ্যায় মোহাম্মদ আলী ঈদগাহে গণ ইফতার আয়োজন করায় আয়োজকদের ওপর হামলার অভিযোগ উঠে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta