ভূরুঙ্গামারী সীমান্তে আটক ভারতীয় অস্ত্রের চালান।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে বাংলাদেশের দিকে পাচার হওয়া অস্ত্রের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ টহল দল এই অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে।
১৪ মার্চ, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীন দিয়াডাঙ্গা বিওপির সীমান্তপথ পিলার ৯৮৫/৩ এস এলাকায় গোপন তথ্য পাওয়ার পর কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের নেতৃত্বে বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয়।
টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকার সমমূল্যের ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিস্টন এসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি, এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta