মহাকাশে আটকে থাকা নভোচারীরা মঙ্গলবার পৃথিবীতে ফিরবেন: নাসা
নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দুই মার্কিন নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
রবিবার সকালে মহাকাশে আটকে পড়া নভোচারীদের ফেরত আনতে স্পেসএক্সের মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর এবং তাদের সঙ্গে এক মার্কিন নভোচারী ও রাশিয়ান কসমোনটও ফিরবেন।
বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি তাদের প্রথম ক্রু মিশনে পরীক্ষা করছিল, কিন্তু যাত্রার সময় যান্ত্রিক সমস্যা দেখা দেয়, ফলে এটি পৃথিবীতে ফেরত আনার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হয়।
এরপর থেকে এই দু’জন নভোচারী জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে আছেন।
নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হ্যাচ ক্লোজার প্রস্তুতি শুরু হলে এই যাত্রা সরাসরি সম্প্রচারিত হবে।
উইলমোর ও উইলিয়ামসের জন্য এটি একটি কঠিন পরীক্ষার অবসান হবে, যা তাদের নয় মাস ধরে মহাকাশে আটকে রেখেছিল।
উল্লেখ্য, গত বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল, কিন্তু বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। এর পর নাসা তাদের ফেরানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটি খালি অবস্থায় পৃথিবীতে ফেরানো হয়, যার ফলে সুনিতা ও বুচ মহাকাশে আটকে পড়েন। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta