বাগাতিপাড়া উপজেলার প্রাক্তন চেয়ারম্যান গকুল গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রাক্তন চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোর ৬ টার দিকে তাকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta