হবিগঞ্জে নারী কর্মচারীর প্রতি অসদাচরণের অভিযোগ।
হবিগঞ্জের একটি পোস্ট অফিসে কর্মরত এক নারী কর্মচারীকে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে তার প্রতি অসদাচরণের অভিযোগ উঠেছে।
১১ মার্চ চুনারুঘাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর (পোস্ট মাস্টার) আব্দুল আহাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী কর্মচারী শেফা আক্তার।
অভিযোগে বলা হয়েছে, আহাদ তার প্রস্তাবে রাজি না হওয়ায় শেফার সঙ্গে নানা ধরনের অসদাচরণ করেন।
এই বিষয়টি তদন্তের জন্য হবিগঞ্জ জেলা পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. রাসেল লিখিত অভিযোগ গ্রহণ করেছেন এবং তিনি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল পোস্ট পরিদর্শক সূর্য লাল দাসকে তদন্তের জন্য দায়িত্ব দেন।
অভিযোগকারী শেফা আক্তার আমার সংবাদকে জানান, তিনি একজন অসহায় নারী এবং একটি দুধের শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য সময় পেতে পারেন না।
তার অভিযোগ, আহাদ তাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং অতিরিক্ত কাজের চাপ দেয়।
শেফা বলেন, "আমাকে এক চেয়ারে বসিয়ে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হয়, এবং যদি ১ মিনিট দেরি করি, আমাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়।"
এদিকে হবিগঞ্জ জেলা ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার মো. রাসেল জানিয়েছেন, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং প্রাথমিক তদন্তের পর আব্দুল আহাদকে সতর্ক করা হয়েছে।
শেফাকে চুনারুঘাট পোস্ট অফিস থেকে সরিয়ে শায়েস্তাগঞ্জ পোস্ট অফিসে স্থানান্তর করার প্রস্তাব উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
পোস্টাল ডিভিশনের পরিদর্শক সূর্য লাল দাস তদন্তে জানান, "অভিযোগটি সঠিক, তবে পুরোপুরি ঘটনার চিত্র এমন নয়। আব্দুল আহাদকে সতর্ক করা হয়েছে এবং দু-তিন দিনের মধ্যে শেফাকে চুনারুঘাট থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানো হবে।"
এছাড়া, সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি শ্রমিক লীগের হবিগঞ্জ জেলা-মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। মাধবপুর পোস্ট অফিসে থাকাকালীন সময়ে তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শেফা তার উপর এই অত্যাচারের বিরুদ্ধে সরকারের সদয় দৃষ্টি কামনা করেছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta