নরসিংদীতে ইফতার ও দোয়া অনুষ্ঠান
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী কার্যালয়ে অনুষ্ঠিত এই মিলনমেলায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা একত্রিত হন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরের সাফল্য ও অগ্রগতির নানা দিক নিয়ে আলোচনা হয়। পরে, পত্রিকার ধারাবাহিক সাফল্য বজায় রাখার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, এনটিভি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি মোরশেদ শাহরিয়ার, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি প্রনব কুমার দেবনাথ, দৈনিক নরসিংদীর কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মো. খায়রুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি আকরাম হোসেন, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি মো. হৃদয় খান, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সুজন বর্মণ দীপ, প্রতিদিনের বাংলাদেশ জেলা প্রতিনিধি মো. শামীম মিয়া, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তন্ময় সাহা, দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, আমার বার্তা মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আমার দেশ পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, মুভি বাংলা টিভি জেলা প্রতিনিধি আমিনুর রহমান সাদী, নরসিংদী হালচাল এর সাংবাদিক ইব্রাহিম তালুকদারসহ নবীন ও প্রবীণ সাংবাদিকরা।
বক্তারা বলেন, “দীর্ঘ পথ পরিক্রমায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। দেশের রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ প্রতিদিন। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।”
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta