নতুন বাংলাদেশ নির্মাণে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
পুলিশ বাহিনীকে সম্মুখ সারির প্রতিনিধিত্বকারী হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, পুলিশকে গুরুত্ব না দিলে একটি উন্নত দেশ গড়া সম্ভব নয়। সুতরাং, নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আগে পুলিশ খারাপদের প্রভাবাধীন ছিল, এখন পুলিশকে আলোকিত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে।
সোমবার, তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, যদি আইন সঠিকভাবে কার্যকর করা যায় এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হই, তাহলে সকল বাধা পার হয়ে আমরা সফল হতে পারব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র ও নাগরিক অধিকার কিছুই থাকবে না।
তিনি আরও বলেন, যতই নির্বাচন এগিয়ে আসবে, ষড়যন্ত্র ততই বাড়বে। তাই পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা একটি যুদ্ধকালীন অবস্থায় আছি, এই উপলব্ধি নিয়ে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এই পরিস্থিতিতে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করবে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ এক বিশাল সম্ভাবনার দেশ। আমরা তা পূর্ণরূপে কাজে লাগাতে পারিনি। তবে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যেন আমরা হেলায় নষ্ট না করি। আমাদের দেশে এমন সম্ভাবনা রয়েছে যা বিশ্বের নেতৃত্ব দানকারী দেশগুলোর সমপর্যায়ে পৌঁছানোর।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta