ইউক্রেনে ন্যাটো বাহিনীর ‘শান্তিরক্ষী’ মানে যুদ্ধ, সতর্কতা রাশিয়ার।
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, যদি ন্যাটো জোটের সদস্য দেশগুলি ইউক্রেনে "শান্তিরক্ষী" পাঠায়, তাহলে তা সামরিক অচলাবস্থা সৃষ্টি করবে এবং মস্কোর সঙ্গে জোটের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে।
সম্প্রতি ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা এই ধরনের একটি মিশন নিয়ে আলোচনা তীব্র করেছেন। এর প্রেক্ষিতে মেদভেদেভ এই মন্তব্য করেন।
রবিবার এক্স পেইজে একটি পোস্টে মেদভেদেভ বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার "অযৌক্তিক কাজ" করছেন। তারা বারবার বলা সত্ত্বেও শান্তিরক্ষীদের ন্যাটো-বহির্ভূত দেশ থেকে পাঠানোর ব্যাপারে অনীহা প্রকাশ করছেন। প্রকৃতপক্ষে, এসব দেশ কিয়েভের নব্য-নাৎসিবাদীদের সামরিক সহায়তা দিতে চাইছে।
মেদভেদেভ আরও বলেন, ইউক্রেনে ন্যাটো বাহিনী পাঠানো মানেই ন্যাটোর সঙ্গে মস্কোর যুদ্ধ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যাটো নেতাদের এই বিষয় নিয়ে আলোচনা করার পরামর্শ দেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta