রাজনীতির চেয়ে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে
রাজনীতির চেয়ে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করা যেতে পারে, তবে দেশের স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুর ঘটনা উল্লেখ করে বলেন, আছিয়া গোটা জাতির বিবেককে নাড়া দিয়ে গেছে। আরও ভয়াবহ ও মর্মান্তিক অনেক ঘটনা ঘটলেও সেগুলো প্রকাশ্যে আসে না। এসব অপরাধের সঙ্গে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সহযোগিতায় আড়ালে থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta