জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গাদের দেশে ফেরার আহ্বান জানালেন চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম জাতিসংঘ মহাসচিবের কাছে রোহিঙ্গাদের দেশে সুষ্ঠু ও নিরাপদভাবে ফেরার সুযোগ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে চরমোনাই পীর বলেন, জাতিসংঘ মহাসচিব বর্তমানে বাংলাদেশ সফর করছেন। তার কাছে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে যে, রোহিঙ্গাদের উপর সহিংসতা ও নির্যাতন চালানো হয়েছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি এবং সাহায্যের হাত বাড়িয়েছি। আমরা চাই তারা তাদের নিজ দেশে নিরাপদভাবে ফিরে যেতে পারে এবং সুন্দর পরিবেশে বসবাস করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে এগিয়ে আসুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যদি আমরা মুসলমান হই, তবে আমাদের কাজ সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত। একজন মুসলমান কখনো অন্যকে কষ্ট দিতে পারেন না, মিথ্যা বলতে পারেন না, দেশের সম্পদ লুট করতে পারেন না এবং অর্থ পাচার করতে পারেন না। এছাড়া, কোনো মিথ্যা মামলায় কোনো সংসার ধ্বংস করতে পারে না, রাস্তায় নামলে গুম হতে পারে না, ঘরে থাকলেও খুন করতে পারে না এবং হাজার হাজার মায়ের কোল সন্তানহারা করতে পারে না।
রমজান মাসের শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা যদি একত্রিত হতে পারি, তাহলে দেশের উন্নতি সম্ভব।
ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta