প্রশাসনের অবহেলায় দুষ্কৃতকারীরা প্রেরণা পাচ্ছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সময়ে আছিয়া নামে যে শিশুর মৃত্যু ঘটেছে তা দেশবাসীর পক্ষে মেনে নেয়া কঠিন। মানুষের প্রত্যাশা ছিল যে এই শাসনকালে আইন ও শাসন দ্রুত কার্যকর হবে, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা মনোভাবের কারণে সমাজে দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে উৎসাহ পাচ্ছে।
শুক্রবার (১৪ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত ১৬ বছরের শাসনে শান্তি ও সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তায়ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সমাজকে অশান্ত করেছে। শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, জমি দখল, লুটপাট এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছিল।
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতনকারীরা সমাজে অনুকূল পরিস্থিতির অপেক্ষায় রয়েছে। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার ওপর শ্বশুরের ধর্ষণের পর তার মৃত্যুর ঘটনায় দেশব্যাপী শোকের আবহ সৃষ্টি হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা, যা সারা জাতিকে মর্মাহত করেছে। দীর্ঘ আওয়ামী শাসনে মানবিকতা এবং ন্যায়বিচার হারিয়ে গেছে। অধিকাংশ অপকর্মকারীরা শেখ হাসিনার দলের লোক ছিল।
রুহুল কবির রিজভী বলেন, মানুষের দাবি হচ্ছে ন্যায়বিচার, কিন্তু যখন তা অনুপস্থিত থাকে, তখন সরকারের গ্রহণযোগ্যতা কমে যায়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, প্রশাসনকে যোগ্য, দক্ষ এবং ন্যায়পরায়ণ হতে হবে। অন্যথায়, অপরাধ এবং অন্যায় বৃদ্ধি পাবে। সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, আছিয়ার হত্যাকারীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
তিনি আরও বলেন, বিএনপি সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনার তথ্য সংগ্রহ করছে এবং “নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল” গঠন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অনেকে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta