ভারত ও ভিয়েতনাম থেকে এসেছে ৩৮ হাজার টন চাল
প্রতিবেশী দেশ ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি-টু-জি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের আওতায় ভারত থেকে ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ভিয়েতনাম থেকে এমভি টুং এন শিপ এবং ভারত থেকে এমভি রেক এলিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এছাড়া, জাহাজ থেকে চালের নমুনা পরীক্ষা শেষে আজ (বুধবার) খালাস কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগে, ৮ মার্চ ভারতের সঙ্গে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৬ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছিল।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta