ই-কমার্স সাইট ‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে জেতেন আইফোন!
কসমেটিক্স ই-কমার্স প্ল্যাটফর্ম ‘বিউটি বুথ’ তাদের গ্রাহকদের ঈদের উৎসব আরও আনন্দময় করতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি এবার ঈদে স্কিনকেয়ার পণ্য ক্রয় করে আইফোন জেতার সুযোগ দিচ্ছে। ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বিউটি বুথের র্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন আইফোন ১৬ প্রো ম্যাক্স, এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ, বিলাসবহুল পারফিউম সহ আরও অনেক পুরস্কার।
এ তথ্য বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাফেল ড্রতে অংশ নিতে ক্রেতাদের বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করতে হবে। প্রতিটি অর্ডারের জন্য একটি কুপন দেওয়া হবে এবং একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের ডাটাবেজে সংরক্ষিত হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। মোট ৪৫ জন বিজয়ীর নাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, ‘আমাদের উদ্দেশ্য হল গ্রাহকদের ঈদের আনন্দ আরও বাড়ানো। আমরা ২০২১ সাল থেকে অথেনটিক স্কিন কেয়ার ও কসমেটিক পণ্য সরবরাহ করে আসছি। গ্রাহকরা অনলাইনে অথবা সরাসরি আমাদের রামপুরা আউটলেট থেকেও পণ্য কিনে র্যাফেল ড্র'তে অংশ নিতে পারবেন।’
উল্লেখ্য, ‘বিউটি বুথ’ তাদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক পণ্য ছাড়াও জাপান, তুরস্ক, থাইল্যান্ড এবং মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রসাধনী পণ্য সরবরাহ করে থাকে। গ্রাহকরা বিউটি বুথ-এর ওয়েবসাইট (www.beautybooth.com.bd) অথবা রামপুরা এলাকার উজ্জ্বল টাওয়ার, হাউজ নং- ৩৬২, পূর্ব রামপুরা, ডি.আই.টি রোড, ঢাকা- ১২১৭ থেকে পছন্দের পণ্য অর্ডার করে দুর্দান্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta