শুক্রবার, ১৪রা মার্চ ২০২৫

২০ হাজার টাকার মধ্যে টেকনো’র কয়েকটি স্মার্টফোন

২০ হাজার টাকার মধ্যে টেকনো’র কয়েকটি স্মার্টফোন - অর্থনীতি
২০ হাজার টাকার মধ্যে টেকনো’র কয়েকটি স্মার্টফোন

প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বাসী ব্র্যান্ড টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্নত ফিচার এবং নতুন প্রযুক্তি সম্বলিত ডিভাইস বাজারে আনতে কাজ করছে। এই ধারাবাহিকতায়, টেকনো বাজেটে সহজে পাওয়া এমন কিছু স্মার্টফোন বাজারে এনেছে। ঈদ আসন্ন, এবং ধর্মপ্রাণ মানুষরা এই উপলক্ষে কেনাকাটা করবেন। ঈদের আনন্দ প্রিয়জনের জন্য শপিং ছাড়া অসম্পূর্ণ রয়ে যায়। তাই টেকনো গ্রাহকদের জন্য ঈদের আনন্দ আরও বাড়াতে ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু স্মার্টফোন অফার করছে।

অবিশ্বাস্য হলেও, বর্তমানে ২০ হাজার টাকার নিচে টেকনো’র কমপক্ষে চারটি ডিভাইস পাওয়া যাচ্ছে। এই ফোনগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তি ও ফিচার। স্পার্ক ৩০ প্রো, স্পার্ক ৩০, স্পার্ক ৩০ সি এবং স্পার্ক গো ওয়ান — এই ফোনগুলো এখন মাত্র ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে টেকনো ফ্যানদের জন্য।

স্পার্ক ৩০ সিরিজে রয়েছে ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স গ্যারান্টি, যা এর স্থায়িত্ব ও কার্যক্ষমতার জন্য নিশ্চিত। স্পার্ক ৩০ সিরিজটি টেকনো হাসব্রোর ট্রান্সফর্মার্স ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বে বিশেষ ট্রান্সফর্মার্স এডিশন নিয়ে এসেছে। স্পার্ক ৩০ প্রো ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং ৭০ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়া, এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা নিখুঁত ও স্পষ্ট ছবি তোলে। মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর সজ্জিত এই ফোনটি এখন ঈদ উপলক্ষে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

স্পার্ক ৩০ ফোনে রয়েছে দুর্দান্ত ব্যাটারি সক্ষমতা ও স্টোরেজ, যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২ মেইন ক্যামেরা, যা বড় পিক্সেল এবং বিস্তারিত ছবি তোলে। এছাড়া, এতে রয়েছে বিস্তৃত পরিসরের AI ফিচার যা ব্যবহারকারীদের সৃজনশীলতা বৃদ্ধি করবে। স্পার্ক ৩০ ফোনটি ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

স্পার্ক ৩০ সি একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী স্মার্টফোন, যার ফ্লুয়েন্সি ৫০ মাস পর্যন্ত। ১২০ হার্জ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা নিয়ে এটি দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দেয়। এছাড়া, এতে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্পার্ক ৩০ সি ফোনের (৮+২৫৬ জিবি) ভ্যারিয়েন্ট এখন ১৫,৯৯৯ টাকায় এবং (৬+১২৮ জিবি) ভ্যারিয়েন্ট ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসেও রয়েছে দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। এতে রয়েছে আইপি৫৪ পানি ও ধুলা প্রতিরোধী ফিচার, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৬৭” ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনটির (৩+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি ৯,৯৯৯ টাকায়, (৪+৬৪ জিবি) ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকায় এবং (৪+১২৮ জিবি) ভ্যারিয়েন্ট ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

সালাউদ্দিন/সাএ

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট image

ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

 ধর্ষণের দ্রুত বিচার ও পুলিশের ওপর image

ধর্ষণের দ্রুত বিচার ও পুলিশের ওপর শাহবাগীদের হামলার প্রতিবাদে নড়াইলে

 বড়লেখায় ধর্ষণ অভিযোগে যুবক আটক image

বড়লেখায় ধর্ষণ অভিযোগে যুবক আটক

 প্রবাসীর স্ত্রীর বাড়ি থেকে উপজেলা image

প্রবাসীর স্ত্রীর বাড়ি থেকে উপজেলা শিবির সেক্রেটারী গ্রেফতার

 আগামী দশ বছরের মধ্যে পঞ্চগড় থেকে image

আগামী দশ বছরের মধ্যে পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী আসবেন: সারজিস

 বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় image

বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

 হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে চলে image

হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে চলে গেছেন: টুকু

 ক্ষমতা মানুষের পতন ডেকে আনে, যেমনটি image

ক্ষমতা মানুষের পতন ডেকে আনে, যেমনটি হাসিনার ক্ষেত্রে হয়েছিল- ড. মঈন খান

 ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ image

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের

 স্বাস্থ্যখাতে বিশ্বের অন্য কোথাও image

স্বাস্থ্যখাতে বিশ্বের অন্য কোথাও এত কম বাজেট নেই: আমীর খসরু

 চলে গেলেন স্কুল প্রতিষ্ঠাতা চা image

চলে গেলেন স্কুল প্রতিষ্ঠাতা চা বিক্রেতা আব্দুল খালেক

 আল-আকসায় ৮০ হাজার মুসল্লি জুমা image

আল-আকসায় ৮০ হাজার মুসল্লি জুমা নামাজ আদায়