ভিয়েতনাম ও ভারত থেকে আসছে ৩৮৮৮০ টন চাল
ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার (১২ মার্চ) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জি-টু-জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতের থেকে ২১ হাজার ৮০ টন সেদ্ধ চাল আমদানি করা হয়েছে।
এমভি টুং এন শিপ এবং এমভি রেক এলিট জাহাজ দুটি চাল নিয়ে ভিয়েতনাম ও ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে আজ (বুধবার) খালাসের প্রক্রিয়া শুরু হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta