বাংলাদেশ ব্যাংক নতুন চারটি বিভাগ খুলেছে।
বাংলাদেশ ব্যাংক অর্থপাচার ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধের জন্য প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ খুলেছে।
বৃহস্পতিবার, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ নতুন বিভাগগুলো চালু করার বিষয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছে।
নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে: ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।
কেন্দ্রীয় ব্যাংক আগে থেকেই ৬১টি বিভাগ পরিচালনা করছিল। নতুন চারটি বিভাগের ফলে মোট বিভাগ সংখ্যা দাঁড়াল ৬৫টি।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন বিভাগগুলোর উদ্দেশ্য হল ব্যাংক পরিদর্শন ও পরিপালন কার্যক্রমকে আরও কার্যকরী করা, এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও ইসলামী ব্যাংকিং নীতিমালা সম্পর্কিত আন্তর্জাতিক মান বাস্তবায়ন করা।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta