সেই অর্ণবের জামিনের কারণ জানালেন আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বৃহস্পতিবার অর্ণব জামিনে মুক্তি পান।
হেনস্তাকারীকে আটক করার পরদিন আদালতে জামিন পাওয়ায় এই বিষয়টি দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, বাদী মামলাটি প্রত্যাহার করায় অর্ণব জামিন পেয়েছেন।
আসিফ নজরুল বলেন, "আমি শুধু জামিন পাওয়ার বিষয়টি বলেছি, সবার কাছে খারাপ লাগছে কেন জামিন পেল। যিনি ভিকটিম, তিনি নিজেই মামলাটি প্রত্যাহার করেছেন এবং আদালতে প্রত্যাহারপত্র পাঠানো হয়েছে। সম্ভবত এটাই জামিনের কারণ।"
রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
তিনি আরও বলেন, "এখন এটা নিয়ে সন্দেহ রয়েছে যে, উনি কি কোনো জোর-জবরদস্তির শিকার হয়েছেন কি না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো এবং উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীটির সঙ্গে কথা বলবেন। যদি ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করে থাকেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দেব, তারা যেন মামলাটি চালিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।"
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta