রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির শপথ পাঠানোর নির্দেশনা চেয়ে রিট
রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় সংসদের স্পিকারের শপথবাক্য পাঠ করানোর আইনগত সঠিকতা নিয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হোক।
সোমবার (১০ মার্চ) গীতিকার ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক রিট আবেদনটি দাখিল করেন।
রিটের বিবাদী পক্ষ হিসেবে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য সংশ্লিষ্টদের রাখা হয়েছে। বিষয়টি ব্যারিস্টার ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান যোগ করা হয়। রিটে আমরা চাই, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ পড়ানোর মত, প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
রিটের যুক্তিতে শহীদুল্লাহ ফরায়জী বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। সংসদীয় সরকার ব্যবস্থা বা রাষ্ট্রপতি শাসিত দেশগুলোতেও এই রেওয়াজ অনুসৃত হয়। তবে বাংলাদেশে এই নিয়মের ব্যত্যয় ঘটেছে।
তিনি বলেন, আমাদের দেশে রাষ্ট্রপতিকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রপতির শপথ গ্রহণে বিচার বিভাগকে উপেক্ষা করা এক প্রকার রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্য নষ্ট করার মত। এটি সংবিধানের আদর্শ ভিত্তি থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দেয়। প্রজাতন্ত্রের সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ থেকে নির্বাচিত হয়ে প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করবেন এবং রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সংক্রান্ত রিট আবেদনটি বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta