আজ থেকে নিষিদ্ধ হচ্ছে সকল পর্ন ওয়েবসাইট
শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশের সমস্ত পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এই ঘোষণা দেন।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর যেসব পর্নোগ্রাফি ওয়েবসাইট পুনরায় চালু হয়েছিল, সেগুলো শুক্রবার (১৪ মার্চ) থেকে নিষিদ্ধ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, পর্নোগ্রাফি এবং ধর্ষণের মধ্যে সংযোগ থাকায় এসব ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই সবগুলো ওয়েবসাইট বন্ধ করা হবে।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta