শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ কেজি ব্যাগেজ সুবিধা দেবে কাতার এয়ারওয়েজ
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় রমনা থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরো ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।
তিনি জানান, ১২ জন আসামির নাম মামলায় উল্লেখ করা হয়েছে। তবে তাদের মধ্যে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মামলার আসামির তালিকায় রয়েছে— অংঅং মারমা (২৫), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশনের আরমান (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৮), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান (২৫), বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড (২৬), ছাত্র ফেডারেশনের হাসান শিকদার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সীমা আক্তার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ (২৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ (২৪), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)। এছাড়াও ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড সত্ত্বেও বিক্ষোভকারীরা পুলিশকে বাধা দেয় এবং তাদের অনুরোধ উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে। পুলিশ সদস্যদের ওপর লাঠি দিয়ে আক্রমণ এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যরা গুরুতর আহত হন।
পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta