সংবেদনশীল এবং কার্যকর জলবায়ু শাসন প্রতিষ্ঠায় নারীদের উন্নয়ন, অধিকার, সমতা ও ক্ষমতায়ন অপরিহার্য
বর্তমান যুগে নারীরা কোনও অংশে পিছিয়ে নেই, কিন্তু বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। দেশ, সরকার ও স্থানীয় পর্যায়ে নারীদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি, পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়নে নারীদেরও সমান গুরুত্ব প্রয়োজন।
স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু সহনশীল উন্নয়ন মডেল "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও মেয়েদের উন্নয়ন" এর মাধ্যমে লিঙ্গ সংবেদনশীল কার্যকর জলবায়ু শাসন প্রতিষ্ঠা করতে একটি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ জানুয়ারি) ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, ওয়ার্ড নং ৩২, জোন-৫, মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় এলাকায় "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" শীর্ষক রেলি ও আলোচনা সভা।
এই প্রোগ্রামটি আয়োজন করেন প্রতিবন্ধী কল্যাণ সমিতি (DWS) অর্থাৎ ডিজেবল্ট ওয়েলফেয়ার সোসাইটি (DWS), যার নেতৃত্বে ছিলেন রুমি সুলতানা পুষ্প এবং সহযোগিতায় ছিল উপকূলীয় উন্নয়ন অংশীদারিত্ব (CDP)।
উপকূলীয় উন্নয়ন অংশীদারিত্ব (CDP) এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রুমি সুলতানা পুষ্প তার মূল বক্তব্যে বলেন, "পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রে নারীদের চলাচল যেন মুক্ত এবং স্বাধীন হয়। আমরা নারীর অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু নারীরা সবচেয়ে বেশি অধিকার হরণ করছে। অবহেলিত সমাজে নারীরা রাস্তায় বের হতে পারে না, ঘরের কাজে নিগৃহীত হয়, এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়।"
তিনি আরও বলেন, "আজকের সমাজ নারীদের অবহেলা করছে, তবে আমি চাই না যে নারীরা আর কোনোভাবে নির্যাতনের শিকার হোক। নারীদের যেন সম্মানের সাথে বাঁচতে দেওয়া হয়। প্রশাসনসহ সকলের কাছে আবেদন জানাচ্ছি, যাদের আজ অবহেলা করা হচ্ছে, তারা আপনার বোন, মেয়ে, অথবা মা হতে পারে। তাই নারীদের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং সবাই মিলে সম্মানজনক সমাজ তৈরি করতে এগিয়ে আসুন।"
রুমি সুলতানা পুষ্প আরও বলেন, "এটি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, যেখানে সকল নারীরা মুক্তির অধিকারী। একমাত্র সমতার সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন থেকে মুক্তি পাবে, যেখানে নারী মর্যাদার সাথে কাজ করতে ও চলাফেরা করতে পারবে। নারীরা সমাজে শুধু নারী নয়, মানবিক মর্যাদায় বেঁচে থাকার অধিকারী।"
তিনি শেষ বলেন, "নারীরা সমাজ পরিচালনা করছে কিন্তু যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। আমরা সকলেই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, যেখানে নারী ও পুরুষ সমানভাবে মর্যাদা ও অধিকার উপভোগ করতে পারে।"
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta